kalerkantho


সমাজবিজ্ঞান চর্চায় স্পিকারের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০উন্নত সমাজ গড়তে সমাজবিজ্ঞানের চর্চা ও সমাজ গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি বলেন, সমাজ অনুধাবনে সমাজবিজ্ঞান চর্চার বিকল্প নেই। চর্চার মাধ্যমে সমাজকে প্রতিষ্ঠিত করার চিত্র সবার সামনে তুলে ধরতে হবে, যেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানী ও রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দিকনির্দেশনা পাবেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের এ সম্মেলনে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর নেহাল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সমাজবিজ্ঞানী প্রফেসর টি কে ওম্মেন।

সম্মেলনে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর নাসরিন আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সাদেকা হালিম, সমাজবিজ্ঞানী প্রফেসর কে এ এম সাদউদ্দিন, প্রফেসর অনুপম সেন, প্রফেসর মনিরুল ইসলাম খান প্রমুখ।মন্তব্য