kalerkantho


চরমোনাই পীর

জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ শঙ্কিত

নিজস্ব প্রতিবেদক   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পরাজয় জেনেই সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন বানচাল করেছে। তাঁর মতে, সরকারের এ আচরণের কারণে দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচন নিয়েও শঙ্কিত।

গতকাল শুক্রবার বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে শাসনতন্ত্রে জনমতের প্রতিফলন হওয়া দরকার। বাংলাদেশের ইতিহাস দুর্ভাগ্যের ইতিহাস। ক্ষমতাসীনরা বারবারই ক্ষমতার মসনদ আঁকড়ে রাখতে জনমত নিয়ে ছিনিমিনি খেলছে। জনগণের ভোটার অধিকার কেড়ে নিচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারও এই কলঙ্কময় ধারা অব্যাহত রেখেছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমীন। সঞ্চালনা করেন মহাসচিব শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম, ড. জসিম উদ্দিন নদভী, মাওলানা আবদুল হক আজাদ, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

সম্মেলনে ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’-এর নতুন কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। এতে শাইখ ফজলুল করীম মারুফ কেন্দ্রীয় সভাপতি এবং মুহাম্মাদ হাছিবুল ইসলাম মহাসচিব হয়েছেন।মন্তব্য