kalerkantho


খুলনা পাবলিক কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

খুলনা অফিস   

২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম, অনুষ্ঠান উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব ওয়ালী উল আলীম শাওন, আহ্বায়ক ও সাবেক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘শিক্ষাকে জীবনমুখী ও কর্মমুখী করতে এরই মধ্যে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির ওপর বেশি জোর দিতে হবে।’মন্তব্য