kalerkantho


কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

একজনের সন্তান জাতীয় সম্পদ, অন্যজনের দুর্নীতিবাজ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘একজনের সন্তান হয় জাতীয় ও বিশ্বের সম্পদ আর অন্যজনের দুর্নীতিবাজ। একজন ক্ষমতায় থাকলে বিশ্বের সৎ সরকার হিসেবে পৃথিবীতে তিন নম্বর আর একজন হয় দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন।’

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। একজন মালিক হিসেবে সিদ্ধান্ত নিতে হবে এই রাষ্ট্র কার কাছে আমানত রাখবেন। যারা দেশের উন্নয়ন করবে তাদের ওপর, না যারা দুর্নীতি করবে তাদের ওপর।’মন্তব্য