kalerkantho


বাজিতপুরে বাল্কহেড ডুবে নৌ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পাথরবাহী বাল্কহেড ডুবে এক নৌ শ্রমিকের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ঘোড়াউত্রা নদীর বালুরঘাটের কাছে নোঙর করা অবস্থায় নৌযানটি ডুবে যায়। নিহত শ্রমিকের নাম মহিম মিয়া আর নিখোঁজ আছেন সোলেমান মিয়া।

নৌ শ্রমিক ও নেতারা জানান, গত বুধবার বিকেলে ছাতক থেকে পাথর নিয়ে নৌযানটি বালুরঘাট এলাকায় নোঙর করে। একই জায়গায় নোঙর করা ছিল আরো দুই শতাধিক মালবাহী নৌযান। গতকাল ভোরে নৌযানটি আস্তে আস্তে ডুবে যেতে থাকে। ঘটনার সময় নৌযানটিতে তিনজন শ্রমিক ছিলেন। তাঁদের একজন খোকন মিয়া বেঁচে যান। গতকাল বিকেলে ডুবুরিরা মহিমের মরদেহ উদ্ধার করেন। ডুবুরি বিপ্লব জানান, নৌযানটি প্রায় ৪০ ফুট গভীরে চলে গেছে। এ কারণে সোলেমান মিয়ার সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নিকলীর সিংপুর ইউনিয়নের ধনু নদীতে ‘আমাদের তরী’ নামে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। এতে মৃত্যু হয় তিন নৌ শ্রমিকের।মন্তব্য