kalerkantho


সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেট অফিস   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০সিলেটে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, বেলা দেড়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌমুহনী এলাকায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ট্রাকে থাকা আরো তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।’মন্তব্য