kalerkantho


খুলনায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

খুলনা অফিস   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০নিখোঁজ হওয়ার ছয় দিন পর খুলনা বিএল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মিঠুন কুমার দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ফুলবাড়ী গেটসংলগ্ন ভৈরব নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। মিঠুন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামের মৃত শশাঙ্ক দাসের ছেলে।

দৌলতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ফুলবাড়ী গেটসংলগ্ন ভৈরব নদী ফেরি পন্টুনের পাশে গতকাল একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিঠুনের মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওসি আরো জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।মন্তব্য