তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফুটবল গণমানুষের খেলা। সবার প্রিয় এ খেলার সফলতা অর্জনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সবার সক্রিয় অংশগ্রহণ ও দৃঢ় সংকল্পই এ ক্ষেত্রে সফলতা বয়ে আনবে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এ টুর্নামেন্টে জাতীয় লীগের ১২টি দল অংশ নিচ্ছে।
স্বাধীনতাপূর্ব ফুটবল দলের সাবেক গোলরক্ষক হাসানুল হক ইনু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা দেশের ফুটবলারদের উজ্জীবিত করবে, নিজেকে মেলে ধরার প্রেরণা জোগাবে। আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাঙালি জাতি কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকতে পারে না।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...