kalerkantho


ঈশ্বরদীতে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামে পানিতে ডুবে আদিব ও আরাফাত নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর কলেজপাড়া মহল্লার বিপ্লব হোসেনের ছেলে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, আদিব ও আরাফাত বিপ্লবের দুই যমজ ছেলে। তাদের দুজনের বয়স দেড় বছর। প্রতিদিনের মতো দুই ভাই বাড়ির পাশে খেলা করার সময় কখন পাশের পুকুরের পানিতে পড়ে যায় তা কেউ খেয়াল করেনি। বিকেল থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যার দিকে পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠে।মন্তব্য