kalerkantho


১১ দফা দাবি

বরিশালে বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদের মানববন্ধন

বরিশাল অফিস   

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০বরিশালে ১১ দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে নগরের সদর রোডে জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিউল ইসলাম হাবুল, আহ্বায়ক ফরিদুল ইসলাম জাহাঙ্গীর, আবদুল খালেক, আমিনুল ইসলাম খসরু, জলিলুর ইসলাম, হারুন আর রশিদ, হানিফ হোসেন তালুকদার, জিয়া শাহীন, তোফায়েল আহমেদ প্রমুখ।

সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক আবদুল মালেকের সভাপতিত্বে বক্তারা বলেন, শিক্ষিত জাতি গঠনের পেছনে বড় ভূমিকা পালন করে আসছেন বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অথচ তাঁদের জীবনমান উন্নয়নে সরকারের তরফ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।মন্তব্য