kalerkantho


এনআরবিসি ব্যাংকের এমডি অপসারণের আদেশ আপিল বিভাগে বহাল

নিজস্ব প্রতিবেদক   

১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টে বিচারাধীন রুল নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এনআরবিসি ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট হামিদা চৌধুরী।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ৫ ডিসেম্বর দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। তবে মুজিবুরের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর এ আদেশ স্থগিত করে অপসারণের আদেশ কেন বাতিল নয়—জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এনআরবিসি ব্যাংক আপিল বিভাগে আবেদন করে। গত ৭ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চও এ আদেশ বহাল রাখলেন।মন্তব্য