২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ক্লাস শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এই ক্লাস শুরু হয়। এরই অংশ হিসেবে গতকাল রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজে দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ ব্যাচের নবাগত ৯৫ জন ছাত্রী এই নবীনবরণে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানবসেবার অন্যতম এক মহান পেশা হচ্ছে চিকিত্সা। তাই চিকিত্সকদের গরিব-দুঃখী মানুষের সেবার ব্রত নিয়ে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে চিকিত্সকদের জন্য প্রযোজ্য অনুশাসনগুলো অনুসরণ করতে হবে।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, নবাগত শিক্ষার্থীদের ভালো চিকিত্সক হওয়ার স্বপ্ন নিয়ে নিজেদের সামনে এগিয়ে নিতে হবে। আর এই পথচলায় পিতা-মাতা ও মেধাবী-পরিশ্রমী শিক্ষকদের সব সময় স্মরণ করতে হবে। কারণ ভালো মানুষ ও ভালো চিকিত্সক হওয়ার পেছনে তাঁদেরই অবদান সবচেয়ে বেশি থাকে। আদ্-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বলেন, এই মেডিক্যাল কলেজে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এটি দেশের প্রথম সারির একটি মেডিক্যাল কলেজ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের