kalerkantho


রাষ্ট্রপতি কুষ্টিয়া যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০দুই দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শনিবার কুষ্টিয়া আসছেন। প্রথম দিন শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ি পরিদর্শন করবেন। আগামীকাল রবিবার আচার্য হিসেবে তাঁর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাবর্তনে যোগ দেওয়ার কথা আছে।

ইবি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে আচার্য হিসেবে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি শেখ হাসিনা হল, শেখ রাসেল হলসহ বেশকিছু স্থাপনা উদ্বোধন করবেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইবির সর্বশেষ সমাবর্তন ২০০২ সালে অনুষ্ঠিত হয়।মন্তব্য