kalerkantho


রূপগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০রূপগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কেটে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার হাবিবনগরে আলোচনাসভা ও কেক কাটা হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমান সজীব।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, মুড়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহ বরকত, হাজি শফিকুল ইসলাম, হাজি ইয়ার হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।মন্তব্য