kalerkantho


এ বছর ‘সুলতান পদক’ পেলেন প্রিয়ভাষিণী

নড়াইল প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০নড়াইলে শেষ হলো ১০ দিনব্যপী ‘সুলতান মেলা’। ভাস্করশিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর হাতে ‘সুলতান পদক’ তুলে দেওয়ার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পর্দা নামে জেলার সবচেয়ে বড় এ মেলার। পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

প্রিয়ভাষিণী অসুস্থ থাকায় তাঁর পক্ষে পদক গ্রহণ করেন শিল্পীর ভাই সৈয়দ হাসান শিবলী। জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি), সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. সুশান্ত অধিকারী।

এর আগে গত ২৬ ডিসেম্বর বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয়। পৃষ্ঠপোষকতায় ছিল পপুলার লাইফ ইনস্যুরেন্স ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ কম্পানি।মন্তব্য