kalerkantho


প্রণব মুখোপাধ্যায় ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন

কূটনৈতিক প্রতিবেদক   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০প্রণব মুখোপাধ্যায়

১৪ জানুয়ারি

ঢাকায় আসছেন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন। গত বছরের ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের মেয়াদ শেষ করার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। সরকারি ও কূটনৈতিক সূত্রগুলোও প্রণব মুখোপাধ্যায়ের সফর প্রস্তুতির খবর নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রণব মুখোপাধ্যায়ের সফর তিন দিনের হতে পারে। ঢাকায় তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। ঢাকার বাইরেও চট্টগ্রামে যেতে পারেন তিনি। এ ছাড়া তাঁর শ্বশুরবাড়ি নড়াইল সফরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এগুলো নিয়ে কাজ চলছে।

জানা গেছে, বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় যোগ দিতে পারেন। এ ছাড়া আগামী ১৫ জানুয়ারি ঢাকায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

গত নভেম্বর মাসে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রণব মুখোপাধ্যায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও যেতে চান। তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত। প্রণব মুখোপাধ্যায় ভারতের এযাবৎ রাষ্ট্রপতিদের মধ্যে একমাত্র বাঙালি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম সফরটিও ছিল বাংলাদেশে।

প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কও বেশ জোরালো। ২০১৫ সালে প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।মন্তব্য