kalerkantho


কর্মবিরতি-ধর্মঘটে অচল খুলনা অঞ্চলের পাটকল

খুলনা অফিস   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০কর্মবিরতি আর ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল। বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরুর পর গতকাল মঙ্গলবার ভোরে যোগ হয় পাটকল শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠনের ধর্মঘট। বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্র্যাচুইটি-পিএফের বকেয়াসহ ১১টি দাবিতে সারা দেশে এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ।

পরিষদের খুলনা অঞ্চলের আহ্বায়ক আব্দুল হামিদ সরদার জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জুটমিল করপোরেশনের ২৬টি জুট-নন জুটমিলে ২৪ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে খুলনার শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখেছে। আগামী শুক্রবার পরিষদের নতুন কর্মসূচি দেওয়া হবে।

শ্রমিকরা জানায়, গত বৃহস্পতিবার সকালে বকেয়া মজুরির দাবিতে খুলনার প্লাটিনাম জুটমিলের উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে ক্রিসেন্ট, দৌলতপুর, স্টার, ইস্টার্ন এবং যশোর অভয়নগরের জে জে আই জুটমিলের উৎপাদন বন্ধ হয়। একই দিন সন্ধ্যায় আলীম জুটমিল এবং শনিবার খালিশপুর জুটমিল বন্ধ করে দেয় শ্রমিকরা। সর্বশেষ গতকাল কার্পেটিং জুটমিল ধর্মঘটের সঙ্গে যোগ দেয়।

 মন্তব্য