kalerkantho


অ্যাপোলো হাসপাতালে কর্মশালায় তথ্য

বয়স্ক মানুষের বিকলাঙ্গের ৫ কারণের একটি হচ্ছে হাঁটুর সমস্যা

নিজস্ব প্রতিবেদক   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০বয়স্ক পুরুষ ও নারীদের হাঁটুর সমস্যা নিরসন বিষয়ে অ্যাপোলো হাসপাতাল ঢাকায় অনুষ্ঠিত হয় বিশেষ এক কর্মশালা। এতে জানানো হয়, বয়স্ক মানুষের বিকলাঙ্গের পাঁচটি প্রধান কারণের মধ্যে একটি হচ্ছে হাঁটুর সমস্যা। আঘাত পাওয়া, ইনফেকশন ও হাড় ভাঙার কারণে যেকোনো বয়সে হাঁটুর সমস্যা হতে পারে।

গতকাল রবিবার অ্যাপোলো হাসপাতালের নিজস্ব অডিটরিয়ামে বয়স্ক রোগীদের হাঁটুর সমস্যা ও ব্যবস্থাপনা বিষয়ে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাপোলো অর্থোপেডিক ও নি সেন্টারের সমন্বয়কারী ডা. এম আলী। এ ছাড়া ওই হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. রত্নদ্বীপ চাসকার, ভারপ্রাপ্ত পরিচালক (মেডিক্যাল সার্ভিস) ডা. আরিফ মাহমুদসহ অন্যান্য সিনিয়র ডাক্তার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ১০০ জনের বেশি রোগী ও তাদের সেবাদানকারী উপস্থিত ছিলেন। কর্মশালায় আগত রোগীদের ফ্রি কনসালটেশন দেওয়া হয়।মন্তব্য