kalerkantho


চৌগাছায় নির্মাণাধীন খাদ্য গুদামের ছাদ ধসে ৩০ শ্রমিক আহত

বিশেষ প্রতিনিধি, যশোর   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০যশোরের চৌগাছায় নির্মাণাধীন উপজেলা খাদ্য গুদামের ছাদ ধসে পড়েছে। গতকাল রবিবার বিকেল ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই নির্মাণ প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী আব্দুল মাজিদ ঘটনাস্থল থেকে গা ঢাকা দেন।

আহত শ্রমিকরা হলেন মুকুল, আল-আমিন, হরিপদ, কৃষ্ণ, সেলিম, আবুল কাশেম, জনি, ইমান আলী, শফি, ইকবাল, মজনু, আব্দুর রউফ, রফিকুল, আব্দুল, আজিজুর, তবিবর, আনিছুর ও কানাই।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার লেবার সর্দার মোহাম্মদ আলী বলেন, প্রায় ৯ হাজার বর্গফুটের এই ছাদ এবং বিমের ঢালাই একসঙ্গে চলছিল। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ঢালাই শেষে ৩৯ শ্রমিক ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ওপরে থাকা শ্রমিকরা নেমে আসছিল। হঠাৎ বিকট শব্দে বিমসহ সম্পূর্ণ ছাদ ধসে পড়ে। এ সময় ওপরে এবং পাশে থাকা ৩০ শ্রমিক আহত হয়। তিনি বলেন, ভীতের মাটি নরম থাকা, বিম আগে ঢালাই না দেওয়ায় একসঙ্গে প্রায় ৯ হাজার বর্গফুট ছাদের ঢালাই দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন বলেন, ‘আমি ঘটনা শুনেছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কনসালটেন্সি ফার্ম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে অবস্থান করছিলেন।মন্তব্য