kalerkantho


রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছাত্রসংসদের দাবিতে এবার শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শিক্ষার্থীদের আন্দোলন মঞ্চে’ জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুল হক পিয়াস বলেন, ‘ছাত্রসংসদ অচল থাকলেও ২৭ বছর ধরে শিক্ষার্থীদের থেকে নিয়মিত চাঁদা নেওয়া হচ্ছে। ছাত্র প্রতিনিধি ছাড়াই সিনেট সভা হচ্ছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখি শিক্ষা-গবেষণার মান নিম্নমুখী, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি বেড়েছে। এসব সমস্যা সমাধানে রাকসু নির্বাচন এখন সময়ের দাবি।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দীন মানিক বলেন, ‘ছাত্রসংসদ না থাকায় শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরার অভিভাবক নেই। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা চাঁদাবাজি, সিট বাণিজ্যসহ প্রতিনিয়ত বিভিন্ন অন্যায়ের শিকার হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জাতি যোগ্য-মেধাবী নেতৃত্বশূন্য হয়ে পড়বে।’ এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিঠু প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সংহতি প্রকাশ করে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে রাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য গণস্বাক্ষর ও বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি প্রদান করে তারা।মন্তব্য