ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের প্রধান ব্যবসাকেন্দ্র হাটকৃষ্ণপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বাজার এলাকায় অবস্থিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর নামে গঠিত ‘নিক্সন চৌধুরী পাবলিক ক্লাব’ ও কয়েকটি দোকান ভাঙচুর হয়। ক্লাবে ভাঙচুরের সময় হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বাঁধানো ছবিও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি দোকানের মাল লুট করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীসহ এলাকার লোকজন ছোটাছুটি শুরু করে।
এই ক্লাবের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে পাল্টা হামলা চালিয়ে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ও যুবসংঘ কার্যালয়টি ভাঙচুর করে। এ সময়ও বেশ কয়েকটি দোকানঘর ভাঙচুর করা হয়। হামলা ও পাল্টাহামলার ঘটনা জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নিক্সন চৌধুরী পাবলিক ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাতব্বর জানান, কৃষ্ণপুরের মামা বাহিনী প্রধান ও কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির সমর্থিত শতাধিক সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বাজারে হামলা চালায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...