kalerkantho


জাবিতে সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন

আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বড় একটি মিলনমেলা ছিল গত শনিবার। প্রতিষ্ঠার পাঁচ দশক অতিক্রমের পথে এসেও কাল যেন বিশ্ববিদ্যালয়টি নতুনভাবে উজ্জীবিত হলো। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় সব ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় কাল সারা দিন ব্যস্ত হয়ে উঠেছিল জাহাঙ্গীরনগ১র। উপলক্ষ দীর্ঘ ১৯ বছর পর বিশ্ববিদ্যালয়ের সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। আর এই নির্বাচনে ভোট দিতে এসেছিলেন দীর্ঘদিন আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলা সব ব্যাচের শিক্ষার্থী। কর্মব্যস্তময় জীবনে যখন সবাই সহপাঠী, ক্যাম্পাসকে ভুলতে বসেছিলেন, ঠিক তখনই যেন সবচেয়ে বড় মিলনমেলার উপলক্ষ হয়ে আসে এই সিনেট নির্বাচন।

পড়াশোনার পাঠ শেষ করা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্য সিনেটে ২৫ জন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। নির্বাচনে ২৫টি আসনের মধ্যে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ ১৮টি আসন লাভ করে। একটি আসন পেয়েছে আওয়ামীপন্থীদের আরেক প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চ’। বিএনপিপন্থী গ্র্যাজুয়েটদের ‘জাতীয়তাবাদী প্যানেল’ পেয়েছে ছয়টি আসন। আর নির্বাচনে অংশ নেওয়া ৪৪ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আসন পাননি কেউই। ভোট গণনা শেষে উপাচার্যের অনুমোদনক্রমে গতকাল রবিবার ভোর ৫টায় রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এই ফল ঘোষণা করেন।মন্তব্য