kalerkantho


বিপসটে বেসামরিক জনগণের নিরাপত্তা সংক্রান্ত মহড়া

নিজস্ব প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ গতকাল মঙ্গলবার শান্তিরক্ষা কার্যক্রমের ওপর ‘বেসামরিক জনগণের নিরাপত্তা’ সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, এ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তবধর্মী প্রতিকূল পরিস্থিতির আলোকে প্রশিক্ষণের বিষয়াদি প্রদর্শন করা হয়। এ মহড়ার উদ্দেশ্য সামরিক বাহিনীর সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে ইউনিট পর্যায়ে অত্যাবশ্যক কর্মকাণ্ডের ওপর সার্বিক প্রশিক্ষণ দেওয়া। মহড়ায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ দেশ-বিদেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন।মন্তব্য