kalerkantho


কুমিল্লায় ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তালা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার পাঁচটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। ডা. মো. মুজিবুর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার ওই এলাকার প্রাইভেট হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, চান্দিনা উপজেলা সদরের পৌর এলাকায় অবস্থিত পপুলার হাসপাতাল, মডার্ন হাসপাতাল, মুক্তি হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং মাতৃ ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।মন্তব্য