kalerkantho


আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০১৭ ০০:০০আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় পরিষদ এবং সব জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরো পাঁচটি পদে থাকা নেতারা অংশ নেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।


মন্তব্য