ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
না.গঞ্জে উলামাদের প্রতিবাদ সমাবেশ

ধর্ম অবমাননার অভিযোগ এনে রাব্বীর গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ধর্ম অবমাননার অভিযোগ এনে রাব্বীর গ্রেপ্তার দাবি

ধর্ম অবমাননার অভিযোগ এনে এর প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন আলেম-উলামারা। জেলা শহরের ডিআইটি এলাকায় গতকাল শুক্রবার বাদ জুমা আয়োজিত এই সমাবেশে আলেম-উলামারা বিসমিল্লাহ নিয়ে কটূক্তির অভিযোগ এনে জেলা তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক রফিউর রাব্বীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, ইসলাম ধর্মের অবমাননাকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমান সমাবেশে যোগ দিয়ে আলেম-উলামাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। সভাপতির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘শেখ হাসিনা একজন সরকারপ্রধান হয়ে আলেমদের গণভবনে ডেকে নিয়ে যে সম্মান দিয়েছেন তা বিরল। তাঁর ভেতর আল্লাহ ও রাসূলের মহব্বত রয়েছে।

তিনি আলেমদের নেতা শফী হুজুরের সামনে এসে দোয়া চেয়েছেন। প্রধানমন্ত্রী ভারতবর্ষ আন্দোলন, দেওবন্দ ও দেশের মুক্তিযুদ্ধে আলেমদের অবদান স্বীকার করেছেন। এটা আলেমদের জন্য অনেক সম্মানের। কিন্তু হুজুরদের সম্মান দেওয়াটা কিছু নাস্তিকের দল সহ্য করতে পারছে না।
তারা বলে বেড়াচ্ছে, আমরা নাকি আওয়ামী লীগের দালাল হয়ে গেছি। বাস্তবতা হলো, যারা আজ এ নিয়ে কথা বলছে তারাই সরকারের পদলেহন করেছে। সেই ইতিহাস আমাদের জানা আছে। আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি করি না।’

মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘আজকে এখানে সর্বস্তরের ওলামারা উপস্থিত হয়েছেন।

নারায়ণগঞ্জের নাস্তিক রফিউর রাব্বী বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করেছেন। রফিউর রাব্বীকে বলতে চাই, আপনার এই কটূক্তিতে বিসমিল্লাহর কিছু যায় আসে না। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এর প্রতিবাদ করা। আইনে রয়েছে, কেউ সংবিধানে থাকা বিধি নিয়ে কটূক্তি করলে সেটা ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী মামলা হয়। ইতিমধ্যে আমাদের পক্ষে একজন রফিউর রাব্বীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। এমন মামলা প্রয়োজনে আরো হবে।’

জেলা হেফাজতের আমির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি রফিউর রাব্বী ইসলামে থাকা বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করবেন আর সুন্দর করে ঘুরে বেড়াবেন এটা নারায়ণগঞ্জের মাটিতে হবে না। নারায়ণগঞ্জের আলেমরা ইসলাম ধর্ম অবমাননাকারীকে ছাড় দেবে না।’

সমাবেশের একপর্যায়ে যোগ দিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমি কোনো রাব্বীর বিরুদ্ধে প্রতিবাদ করতে আসিনি। এসেছি একজন মুসলমানের পুত্র হিসেবে। বিসমিল্লাহ নিয়ে কটূক্তিকারী সে যে-ই হোক তার বিরুদ্ধে কেউ মাঠে না নামলেও আমি সবার আগে নামব। আগে দেখব প্রশাসন কী করে। ইসলাম প্রশ্নে আমার কোনো আপস নেই।’

মন্তব্য

সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ

শেয়ার
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ
বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণে কালো হয়ে গেছে। সেই পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশা। পাশ দিয়ে হেঁটে চলা দায়। গতকাল তোলা। ছবি : মঞ্জুরুল করিম
মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে পিপল হু ফট ফর আসডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে দেশটা তোমার বাপের নাকি। কর্মসূচি অনুযায়ী এদিন একটি শহিদ পরিবারের সাক্ষ্য ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আজ ঢাকায় মোহাম্মদপুরে উর্দুভাষী বাংলাদেশিদের নিয়ে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে।

মন্তব্য
আদিলুর রহমান খান

ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
আদিলুর রহমান খান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‌‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।

গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।

গতকাল ঢাবির টিএসসি অডিটরিয়ামে ঢাবি তরুণ কলাম লেখক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

 

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫। দুই দিনব্যাপী (১৫-১৬ জুলাই) এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

সর্বশেষ সংবাদ