kalerkantho


‘হাওরে ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা’

সিলেট অফিস   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, যাদের কারণে হাওরে ক্ষতি, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে একজনকে প্রত্যাহারও করা হয়েছে। হাওরবাসীর খাদ্যের কোনো অভাব হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে হাওরবাসীকে খাদ্য সহায়তা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের কারণেই এ ক্ষয়ক্ষতি হয়েছে। যারা এ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত তারা সংখ্যায় খুব কম। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হাওরবাসীর খাদ্যের অভাব হবে না। যত দিন নতুন ধান না ফলছে, অবস্থা স্বাভাবিক না হচ্ছে, তত দিন সরকারের পক্ষ থেকে হাওরবাসীকে খাদ্য সহায়তা দেওয়া হবে।


মন্তব্য