kalerkantho


ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   

১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ইংরেজি দৈনিক ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক চৌধুরী। গতকাল সোমবার পত্রিকাটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ এপ্রিল এনামুল হক চৌধুরী এ দায়িত্ব বুঝে নিয়েছেন।

আশির দশকের মাঝামাঝি সাংবাদিকতা শুরু করেন এনামুল হক চৌধুরী। পেশাজীবনে নানা গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে এই প্রথিতযশা সাংবাদিকের। বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ অবজারভার, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম, ইনডিপেনডেন্ট ও দেশ টিভিতে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন এনামুল হক চৌধুরী। সফল এই সাংবাদিক জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য হিসেবে গত বছর নিয়োগ লাভ করেন।

প্রসঙ্গত, গত ৬ মার্চ প্রবীণ সাংবাদিক আমির হোসেনের মৃত্যুতে ডেইলি সানের সম্পাদকের পদটি শূন্য হয়।মন্তব্য