kalerkantho


কাগতিয়া কামিল মাদরাসার ৮৫তম সালানা জলসা

১৯ মার্চ, ২০১৭ ০০:০০কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)-এর প্রাণপ্রিয় এশিয়াখ্যাত কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার ৮৫তম সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাদরাসা ময়দানে এই জলসা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান সাইয়েদ। তিনি বলেছেন, ‘কাগতিয়া মাদরাসার পরিবেশ দেখলে মানুষের মন-প্রাণ আনন্দে উদ্বেলিত হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা জগতের অহংকার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অলংকার।’মন্তব্য