kalerkantho


চট্টগ্রাম নগরে হঠাৎ তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০চট্টগ্রাম নগরে হঠাৎ তল্লাশি

চট্টগ্রামের লালখানবাজার এলাকায় হেফাজত নেতা মুফতি ইজহারুল ইসলামের মালিকানাধীন মাদরাসায় গতকাল পুলিশ তল্লাশি চালায়। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম নগরে পুলিশ হঠাৎ করে তল্লাশি অভিযান শুরু করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের লালখানবাজার এলাকায় জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

এ ছাড়া নগরের ব্যস্ততম জিইসির মোড় এলাকায়ও গাড়িতে তল্লাশি চালানো হয়। জঙ্গিবিরোধী এ অভিযান এখন থেকে নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছেন নগর পুলিশ কর্মকর্তারা।

লালখানবাজার মাদ্রাসায় শতাধিক পুলিশ নিয়ে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি বলেন, এখন থেকে নিয়মিতভাবে জঙ্গিবিরোধী অভিযান চলবে। আর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই মাদ্রাসায় অভিযান চালানো হয়েছে। প্রায় এক ঘণ্টার অভিযানে ছাত্রাবাসসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও বেআইনি কিছু পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর ওই মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার পরিতোষ ঘোষ জানান, আকস্মিকভাবে জিইসির মোড় এলাকায় কিছু গাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেখানেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে নিয়মিত অভিযান চালানো হবে।মন্তব্য