kalerkantho


বিএসএমএমইউতে

বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেলেন ২৬৬৬ রোগী

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩৮টি বিভাগে দুই হাজার ৬৬৬ রোগীকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে গতকাল শুক্রবার। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে এ বিশেষ সেবার আয়োজন করা হয়।

সেবাগ্রহণকারী রোগীদের মধ্যে মেডিসিন অনুষদে এক হাজার ৩৫৪ জন, সার্জারি বিভাগে এক হাজার চারজন, ডেন্টাল অনুষদে ২০৮ জন রোগীকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ সকালে প্রথমে ধানমণ্ডি ৩২ নম্বরে এবং পরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে শুরু হয় সেবা কার্যক্রম। এসব কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. এ কে এম সালেকসহ অন্যরা।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনা মূল্যে রোগী দেখেন মোট ৩৯ জন অধ্যাপক, ৫২ জন সহযোগী অধ্যাপক, ২৫ জন সহকারী অধ্যাপক, পাঁচজন কানসালট্যান্ট, ৪১ জন মেডিক্যাল অফিসার, ৫৮ জন রেসিডেন্ট চিকিৎসকসহ ২২০ জন চিকিৎসক। এ ছাড়া অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, আনসার ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।মন্তব্য