kalerkantho


সাভারে ট্রাকচাপায় দিনমজুর নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০সাভারে বালুভর্তি ট্রাকচাপায় সাদেক হোসেন (৪২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক নওগাঁ জেলার পোরশা থানার গাঙগুটিয়া গ্রামের বাসিন্দা।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সালাম জানান, গতকাল সকালে রাস্তা পারাপারের সময় বালুভর্তি একটি ট্রাক সাদেক হোসেনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মন্তব্য