kalerkantho


সাবেক জজকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছে সাবেক বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহম্মেদকে। ঢাকার জননিরাপত্তা আদালতের সাবেক এ বিচারকের বিরুদ্ধে তড়িঘড়ি করে দেওয়া ও অস্বাভাবিকভাবে আসামিদের খালাস দেওয়ার অভিযোগেরও অনুসন্ধান চলছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য জানান, গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে ফারুক আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা মির্জা জাহিদুল আলম সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন। গত বছরের ৩ আগস্ট তাঁর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক।মন্তব্য