kalerkantho


নোটিশ বোর্ড

বঙ্গবন্ধুর জন্মদিনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন

১৭ মার্চ, ২০১৭ ০০:০০বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সারা দেশে ৬০ হাজার ৩৮২ স্থানে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। একই দিন সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হবে। মিলাদ ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এ উপলক্ষে গতকাল বিকেলে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনাসভা হয়। একই কর্মসূচি ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয় ও ৫৫০টি উপজেলা অফিসে অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকছে শিশুদের শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা আয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য