kalerkantho


কোকোর শ্বশুরকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এম এইচ হাসান রাজাকে রাতে দেখতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় খালেদা জিয়ার বড় বোন সেলিনা হোসেন, বিএনপি নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, ফাওয়াজ হোসেন শুভ, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রয়াত কোকোর শ্বশুরকে দেখতে হাসপাতালে যান এবং কিছু সময় তাঁর শয্যার পাশে অবস্থান করেন।

সোমবার কোকোর শ্বশুরকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এখন লন্ডনে আছেন।

 মন্তব্য