kalerkantho


ময়নামতী থানার সামনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০কুমিল্লার আমতলীতে ময়নামতী মহাসড়ক থানার সামনে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একটি ব্যাগে বোমাসদৃশ আরেকটি বস্তু পাওয়া গেছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ময়নামতী থানার সামনে বিকল গাড়ি রাখার স্থানে বিস্ফোরণ ঘটেছে। সেখানে একটি ব্যাগে সন্দেহজনক বস্তু পেয়ে তা পরীক্ষা করা হচ্ছে। এটি শক্তিশালী বোমা বলে সন্দেহ করা হচ্ছে। সংবাদ পেয়ে দ্রুত সেখানে পৌঁছেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ কর্মকর্তারা।

স্থানীয় সূত্রের দাবি, এক ব্যক্তি ব্যাগ রেখে চলে যাওয়ার কিছুক্ষণ পর বোমা বিস্ফোরিত হয়। ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে যে বোমা উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত বোমাটিও সেটির মতো।মন্তব্য