kalerkantho


পল্লীকবির আজ ৪১তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০পল্লীকবির আজ ৪১তম মৃত্যুবার্ষিকী

পল্লীকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

১৯৭৬ সালের ১৪ মার্চ ঢাকায় মৃত্যু হয় জসীমউদ্দীনের। পরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক বাড়ির আঙিনায় ‘প্রিয় ডালিম গাছের’ নিচে তাঁকে সমাহিত করা হয়।

কবির জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি; ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে। ছাত্রজীবনে লেখা তাঁর ‘কবর’ কবিতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে তিনি ব্যাপক পরিচিতি পান। ‘আসমানী’ তাঁর আরেকটি বিখ্যাত কবিতা। এ ছাড়া তাঁর সোজন বাদিয়ার ঘাট, নক্সী কাঁথার মাঠ, ঠাকুর বাড়ির আঙিনায়, সুচয়নী প্রভৃতি লেখায় গ্রাম-বাংলার মানুষের হাসি-কান্না ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।মন্তব্য