kalerkantho


সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন

মনোনয়ন প্রত্যাহার জাসদ ও জাতীয় পার্টির প্রার্থীর

সুনামগঞ্জ প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচন থেকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কর্মী সায়েদ আলী মাহবুব হোসেন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে স্বতন্ত্র ওই প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে তাঁকে সমর্থনদানের কথা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মতিউর রহমানের ঘনিষ্ঠরা। গত রবিবার সায়েদ আলী মাহবুব হোসেনের বাসভবনে এক সভা করে তাঁকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নিবন্ধন জটিলতার কারণে সালেহীন চৌধুরী শুভ নামের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেখ জাহির আলী ও জাসদ মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।মন্তব্য