kalerkantho


প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপুর যাচ্ছেন

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার লক্ষ্মীপুর আসছেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর ১০টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট এলাকায় অর্থনৈতিক অঞ্চল, কৃষিখামার, রেললাইন স্থাপন, প্রেস ক্লাবের বহুতল ভবন নির্মাণ, চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা ঘোষণাসহ ১৫টি জনগুরুত্বপূর্ণ দাবি জানানো হবে।

প্রায় ২০ বছর পর এ জনপদে প্রধানমন্ত্রীর সফরে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম ঘটনোর প্রস্তুতির কথা জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ও জেলাজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে।মন্তব্য