kalerkantho


ইসলামী বিশ্ববিদ্যালয়

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘চ’ ইউনিটের (গণিত ও পরিসংখ্যান) ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনকারীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠেয় নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৮৮ জন শিক্ষার্থীর করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।মন্তব্য