kalerkantho


ভারতের পর প্রধানমন্ত্রীর ভুটান সফর

কূটনৈতিক প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিল মাসে ভারত সফরের পরই ভুটান সফর করবেন। ওই সফরটিও হবে দ্বিপক্ষীয়। অটিজমবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চার দিনের দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতে পারেন। পরদিন ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সফরের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১০ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

এদিকে আগামী ১৯ থেকে ২১ এপ্রিল ভুটানে অটিজমবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে ওই দেশটির সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন ভুটানের থিম্ফুতে ওই সম্মেলন আয়োজনে উদ্যোগ নেন।মন্তব্য