kalerkantho


বিভাগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে ঘণ্টাব্যাপী শহরের টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসেন মিলন, জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক খসরু, পৌর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দীন সোহান, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ। মানববন্ধন চলাকালে পুরো শহরে যান চলাচল বন্ধ থাকে।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পরে আগামী ২ এপ্রিল জেলা শহরসহ সর্বত্র এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 মন্তব্য