kalerkantho


এমপিদের প্রতি স্পিকার

প্রযুক্তিসেবা সবার কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখুন

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০প্রযুক্তিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। হালনাগাদ তথ্য সম্পর্কে নিজেদের অবহিত রাখার পাশাপাশি জনগণকে জানাতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত ‘ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে আরো বেশি আন্তরিক হতে হবে।

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

প্রতিমন্ত্রী দেশের সামগ্রিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান এবং যেকোনো দুর্যোগ ও তাত্ক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা তুলে ধরেন। তিনি যুবসমাজের ইতিবাচক অংশগ্রহণভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে গুরুত্বারোপ করেন।মন্তব্য