kalerkantho


সিইসির সঙ্গে বৈঠক

অংশগ্রহণমূলক নির্বাচন চাইলেন দুই রাষ্ট্রদূত

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০আগামী জাতীয় নির্বাচন যাতে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর হয়, প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দুই রাষ্ট্রদূত। তাঁরা হলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকের ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তবে নির্বাচন কমিশনের বাকি চার সদস্যকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘তাঁরা বর্তমান কমিশনের অধীনে ইনক্লুসিভ নির্বাচন চান। সব দলের অংশগ্রহণে যাতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়, সেই প্রত্যাশা তাঁরা ব্যক্ত করে গেছেন।’

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকটিতে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত ছাড়াও আরো তিনজন বিশেষজ্ঞ অংশ নেওয়ার কথা ছিল।

 মন্তব্য