ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদ বিতর্কে বিজয়ীদলকে ক্রেস্ট দেওয়া হয়। ছবি : কালের কণ্ঠ
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তাতে ইস্যু হিসেবে ছিল রামপাল বিদ্যুেকন্দ্র স্থাপনে পরিবেশ সুরক্ষার বিষয়টি।
গত শনিবারের এই বিতর্কে পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস, রোকেয়া পারভিন জুঁই ও ড. এস এম মোর্শেদ। অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের