kalerkantho


রোকেয়া স্মৃতি গবেষণা কেন্দ্র

পরিচালনার খসড়া নীতিমালা প্রণয়নে আট সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৭ ০০:০০বেগম রোকেয়া স্মৃতি গবেষণা কেন্দ্র কিভাবে পরিচালিত হবে, সে সম্পর্কিত খসড়া নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আট সদস্যের ওই কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মনোরঞ্জন শীল গোপাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলা একাডেমিকে আরো গতিশীল করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ভাবনে ব্যক্তিপর্যায়ে উৎসাহ ও প্রণোদনামূলক কর্মকাণ্ড বাড়ানোর সুপারিশ করা হয়।মন্তব্য