kalerkantho


চট্টগ্রামে হেফাজতের সমাবেশ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য অপসরণ করতে হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ মার্চ, ২০১৭ ০০:০০‘অতীতে ঢাকার শাপলা চত্বরের অবস্থান কর্মসূচি থেকে আমরা হেফাজত আমিরের নির্দেশে চলে এসেছি, কিন্তু ইসলামীবিরোধী কার্যকলাপ যদি সরকার কঠোর হাতে দমন না করে এবং অবিলম্বে গ্রিক মূর্তি অপসারণ করা না হয় তাহলে আবারও শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি দেওয়া হবে।’

গতকাল শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য অপসারণ ও হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থসম্পাদক হাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, কারি মুবিনুল হক, আ ন ম আহমদুল্লাহ, জয়নুল আবেদীন কুতুবী, মনছুর আলম, শেখ আবু তাহের, জুনাইদ জওহর, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, ইকবাল খলিল, মুহাম্মদ হানিফ, তকি ওসমানী, কুতুব উদ্দিন, সায়েম উল্লাহ, হাবিবুর রহমান হাকীম, জুনায়েদ বিন ইয়াহইয়া, কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।মন্তব্য