kalerkantho


কুঠিবাড়ির উন্নয়নে বাংলাদেশ-ভারত চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১০ মার্চ, ২০১৭ ০০:০০কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির উন্নয়নে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছে। কুঠিবাড়ির বর্ধিত উন্নয়ন প্রকল্পের জন্য গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে আর্থিক এ চুক্তি সই হয়।

কুঠিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় আনুষ্ঠানিকভাবে ১৮ কোটি ১৭ লাখ টাকার এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থ মন্ত্রণালয়ের সম্পর্ক উন্নয়ন বিভাগের সচিব কাজী শফিকুল আজম। আর ভারতের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খানসহ কুষ্টিয়ার জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।

মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কুঠিবাড়ি ভ্রমণের সময় এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সেই সূত্র ধরেই এ সহযোগিতা। চুক্তি অনুযায়ী, কুঠিবাড়িতে একটি গ্রন্থাগার, কমপ্লেক্স, গবেষণাগার ও বিশ্রামাগার নির্মিত হবে।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘কুঠিবাড়ির উন্নয়ন আপনাদের স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। ইতিমধ্যে উন্নয়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। সুন্দর পর্যটনকেন্দ্র হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে এই কমপ্লেক্সে।’মন্তব্য