kalerkantho


৮ মাসের লক্ষ্যমাত্রা থেকে ৫.৮% কম রপ্তানি আয়

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৭ ০০:০০প্রতি মাসেই দেশের রপ্তানি আয়ের সঙ্গে লক্ষ্যমাত্রার ব্যবধান বাড়ছে। চলতি অর্থবছরের আট মাস শেষে সেটা আরো বেড়ে গেল। এর ফলে এ খাত সংশ্লিষ্টরা মনে করছেন চলতি অর্থবছরের রপ্তানি আয় ও ২০২১ সালের রূপকল্প অনুসারে ৬০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

গতকাল বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলেছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৫.৮ শতাংশ কম। তবে এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.২২ শতাংশ বেশি।

একক মাস হিসেবেও ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি কোনোটাই অর্জিত হয়নি। গত মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০১ কোটি ৭০ লাখ ডলার। তবে আয় হয়েছে ২৭২ কোটি ৬১ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৬৪ শতাংশ কম। আর গত অর্থবছরের একই সময়ের চেয়ে কম হয়েছে ৪.৪৯ শতাংশ।

এ ছাড়া তৈরি পোশাক খাতের আয়ও সন্তোষজনক নয়। এ সময় পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২.৮২ শতাংশ। আর লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৫.৬৪ শতাংশ।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চলতি অর্থবছরের আট মাসে দেশের যে রপ্তানি আয় হয়েছে তা মোটেও আশাব্যঞ্জক নয়।মন্তব্য