kalerkantho


শেষ হলো বিমানবাহিনীর মহড়া

বিশেষ প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৭ ০০:০০পাইলটরা রাডারে আকাশে শত্রুপক্ষের উপস্থিতি টের পেয়ে  দৌড়ে বেরিয়ে এলেন এবং প্রস্তুত রাখা যুদ্ধবিমান নিয়ে দ্রুত উড়াল দিলেন আকাশে। শুধু আকাশেই নয়, স্থলেও শত্রুপক্ষের উপস্থিতি। পরিবহন বিমান ও হেলিকপ্টার থেকে  নেমে আসা শত্রু সেনাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হলো। গত মঙ্গলবার সকালে এই যুদ্ধ মহড়া চলছিল বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এ ঘাঁটিতে উপস্থিত থেকে এ মহড়া প্রত্যক্ষ করেন। তাঁর সঙ্গে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিমানবাহিনী প্রধান চট্টগ্রামে ঘাঁটি জহুরুল হক ও বরিশালে সরেজমিনে একই  মহড়া প্রত্যক্ষ করেন।

এটি বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০১৭’। পাঁচ দিনব্যাপী এ মহড়া গতকাল বুধবার শেষ হয়। গত ৪ মার্চ বিমানবাহিনীর সকল ঘাঁটি ও স্থাপনায় এ মহড়া শুরু হয়। মন্তব্য